স্বাস্থ্যকেন্দ্রে ডিউটিরত অবস্থায় মহিলা স্বাস্থ্যকর্মী আক্রান্ত, বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের

কোথায় হল এই বিক্ষোভ?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-29 at 3.42.27 PM

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: বীরভূম জেলার মহম্মদ বাজার ব্লকের কাইজুলি সুস্বাস্থ্য কেন্দ্রে ডিউটিরত অবস্থায় এক মহিলা স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন জেলার অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। এই ঘটনার প্রতিবাদে বুধবার বোলপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে অবস্থান-বিক্ষোভে সামিল হলেন ফিমেল হেলথ অ্যাসিস্ট্যান্টরা। তাদের দাবি, কর্মক্ষেত্রে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা না থাকার ফলে কর্মীরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে কাজ করছেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ মোট ১০ দফা দাবিতে তারা সরব হন। তার মধ্যে প্রতিটি সুস্বাস্থ্য কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যাপ্ত জনবলের নিয়োগ ইত্যাদি উল্লেখযোগ্য কিছু দাবি রয়েছে। তাদের আরও দাবি, যতদিন না পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততদিন পর্যন্ত সরকারি ছুটির দিনে স্বাস্থ্যকেন্দ্র বন্ধ রাখতে হবে। পাশাপাশি, পরিকাঠামোগত উন্নয়ন, শূন্যপদে অবিলম্বে নিয়োগ এবং বদলির আদেশ কার্যকর করারও আহ্বান জানান তারা। স্বাস্থ্যকর্মীদের হুঁশিয়ারি— দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। 

WhatsApp Image 2025-10-29 at 3.42.36 PM