/anm-bengali/media/media_files/2025/08/02/369bcd78-7344-426f-9f6b-cd6b338bcb8d-2025-08-02-14-33-26.jpeg)
নিজস্ব প্রতিনিধি: কর্মরত অবস্থায় থাকা ভিআরপি কর্মীকে হেনস্থা, শাড়ি ধরে টানাটানি, অভিযোগ পেয়েই পুলিশ গ্রেফতার করল ওই গুণধর ব্যক্তিকে। যা নিয়ে সাত সকালে রীতিমতো চাঞ্চল্য দাসপুর থানার লক্ষ্মীকুন্ড গ্রামে।
/anm-bengali/media/post_attachments/9c13de46-230.png)
ঘটনায় জানা যায়, গতকাল ১ আগস্ট শুক্রবার বেলা ১০ টা নাগাদ কর্মরত ভিআরপি কর্মী মানসী মাজি ওই এলাকায় ডিউটি করতে এসেছিলেন। ঠিক সেই সময় অশোক রাউত নামে এক ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালাগালি করে, শুধু তাই নয় তার শাড়ি ধরে টানাটানিও করে এবং হাতে থাকা মোবাইলটি কেড়ে নিয়ে উপরের কাঁচ ভেঙে দেয়। ঠিক ওই সময় পাশাপাশি থাকা কোন ব্যক্তিরা তাকে সাহায্য করেনি বলে মানসী মাজি জানান। পরে ছুটে গিয়ে পাশে থাকা এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নয় সে।
/anm-bengali/media/post_attachments/53029add-685.png)
বিষয়টি তিনি খুকুড়দহ গ্রাম পঞ্চায়েত প্রধানের মারফত জানালে, আজ শনিবার সকালে ওই গ্রাম পঞ্চায়েতের সমস্ত ভিআরপি কর্মীরা বিক্ষোভ করেন এবং দোষী ঐ ব্যক্তিকে থানায় তুলে নিয়ে যাওয়ার জন্য প্রধানকে জানান। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে তুলে নিয়ে যায়।
/anm-bengali/media/post_attachments/23cb24c3-6ee.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us