বাংলা মোদের গর্ব অনুষ্ঠানের শুভ সূচনা

শুক্রবার বাংলা মোদের গর্ব অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-07-05 1.07.27 PM

নিজস্ব সংবাদদাতা: বাংলা মোদের গর্ব অনুষ্ঠানের শুভ সূচনা, শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে পুরুলিয়া জেলায় আয়োজিত হয় বাংলা মোদের গর্ব অনুষ্ঠান। পুরুলিয়া শহরে ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দানে শুরু হয়েছে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল মন্ত্রী সন্ধ্যা রানী টুডু। এছাড়া উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, প্রাক্তন মন্ত্রী তথা বিশিষ্ট সমাজসেবী শান্তিরাম মাহাত, বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন, মানভূম কালচার অ্যাকাডেমির চেয়ারম্যান হংসেশ্বর মাহাত, পুরুলিয়া জেলা পরিষদের কমেন্টের সহদেব মাহাত, পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী সহ উপস্থিত ছিলেন প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী জানায় যে, এই অনুষ্ঠান ৩ দিন ধরে চলবে। ৪ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত। এই অনুষ্ঠানে প্রতিদিন বিভিন্ন রকম সাংস্কৃতিক গান, বাজনা, নৃত্য থাকবে। ছৌ থেকে শুরু করে ঝুমুর, বাউল, সমবেত সঙ্গীত, সমবেত নৃত্য, এছাড়া অন্যান্য সংস্কৃতি অনুষ্ঠান থাকবে। প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।