হলদিয়া মেচেদা জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, মৃত ১ ও আহত আরও এক

সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় ঘাতক গাড়ি।  

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার সকালে হলদিয়া মেচেদা রাজ্য সড়কের ভান্ডারবেড়িয়া এলাকায় নিমতৌড়িগামী একটি লরি দ্রুত গতিতে ভান্ডারবেড়িয়া এলাকায় প্রথমে একটি মেশিন ভ্যান ও পরে একটি সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। 

Accident

ঘটনায় মৃত্যু হয় ওই সাইকেল আরোহী যুবকের। গুরুতর আহত অবস্থায় ওই মেশিন ভ্যান চালককে তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ। বেশ কিছু সময় পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং যান চলাচল স্বাভাবিক করে।