বিধায়ক হুমায়ুন কবীরের উদ্যোগে ফের সরকারি বাস পেল ডেবরা, খুশি এলাকাবাসী

এই বাস চলবে কতদূর?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-08 at 2.37.29 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৭ নম্বর মলিঘাটি অঞ্চলের ত্রিলোচনপুর বাসস্ট্যান্ড থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার  SBSTC বাসের শুভ  উদ্বোধন করলেন ডেবরার বিধায়ক ড: হুমায়ুন কবীর। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সরকারি বাস পরিষেবার। সেই দাবি পূরণ করলেন এলাকার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। এবার সরকারি বাসের পরিষেবা পাবেন প্রত্যন্ত গ্রামের মানুষজন, বিশেষ করে ৭ নম্বর মলিঘাটি অঞ্চল, ৮ নম্বর গোলগ্রাম অঞ্চল, ৯ নং ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের মানুষ সরকারি এই বাসেই ত্রিলোচনপুর থেকে কলকাতার ধর্মতলা পর্যন্ত কম খরচে অনায়াসে যাতায়াত করতে পারবেন। এতে খুশি এলাকার মানুষ। বিধায়ককে ধন্যবাদ জানিয়েছে এলাকার মানুষজন। ফিতে কেটে সবুজ পতাকা দেখিয়ে সরকারি বাসের উদ্বোধন করলেন বিধায়ক ড: হুমায়ুন কবীর। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পরিবহন দফতরের আধিকারিক সুভাষ চট্টোপাধ্যায় , উজ্জ্বল ব্যানার্জি,  ডেবরা ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া। পাশাপাশি এলাকার ৩ প্রধান , পঞ্চায়েত সমিতির ২ কর্মাধ্যক্ষ মৌসুমী মন্ডল ও সাবির আলি ছাড়াও এলাকার নেতৃত্ব থেকে সাধারণ মানুষজন ছিল সেখানে। কয়েকদিন আগেই ডেবরার টাবাগেড়িয়া থেকে ধর্মতলা যাওয়ার বাসের উদ্ধোধন করেন বিধায়ক। সাড়াও মিলেছে ভালো। এবার আরো একটি বাস। অর্থাৎ কয়েকদিনের ব্যবধানে দুটি সরকারি বাস পেল ডেবরাবাসী। 

Screenshot 2025-09-08 143053