/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: চোপড়ায় বিএসএফ এলাকায় দূর্ভাগ্যবসত প্রাণ গিয়েছে ৪ শিশুর। তৃণমূলের তরফে এই ঘটনায় বিএসএফ-এর দিকেই আঙুল তোলা হচ্ছে। এই পরিস্থিতিতে আজ চোপড়ায় গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই বিষয় নিয়ে এবার মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী মোঃ গোলাম রাব্বানী। তিনি রাজ্যপালের কাছে ন্যায়বিচারের দাবি তুলেছেন। তিনি বলেছেন, "১২ সদস্যের একটি প্রতিনিধি দল রাজভবন পরিদর্শন করেছিল এবং রাজ্যপালকে এখানে আসার জন্য অনুরোধ করেছিল এবং তিনি সম্মত হন। আমরা খুশি এবং আমরা তাকে এখানে স্বাগত জানাই। আমরা আশা করি তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং নিহতদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করবেন।” উল্লেখ্য, সন্দেশখালির মত বর্বর ঘটনা যখন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে। নারী সুরক্ষা নিয়ে বিরোধীরা তৃণমূল সরকারের বিরোধিতা করছে। এই পরিস্থিতিতে চোপড়ার ঘটনাকে সামনে এনে বিজেপি সরকার ও বিএসএফ-এর দিকে আঙুল তুলছে রাজ্য সরকার। এখন দেখার চোপড়ায় রাজ্যপাল কি ভূমিকা নেন।
#WATCH | West Bengal Minister Md Ghulam Rabbani says, "A 12-member delegation visited Raj Bhavan and requested the Governor to come here and he agreed. We are happy and we welcome him here...We hope that he will play an impartial role and ensure justice to the families of the… pic.twitter.com/4mlHpusD1q
— ANI (@ANI) February 20, 2024
/anm-bengali/media/media_files/sXr9Wav6B5LsbSa2xQsK.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us