/anm-bengali/media/media_files/MPuX5qiR5sWRY6RnLCb0.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষাপটে অশান্তিতে জর্জরিত এলাকাগুলি পরিদর্শনের ফাঁকে হঠাৎ সবজি বাজারে পা রাখলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাও কলকাতায় নয়। ক্যানিং থেকে ফেরার সময় ভাঙড়ের পাগলাহাটে হঠাৎ সারপ্রাইজ ভিজিট বোসের। রাজ্যের আইনশৃঙ্খলার অভিযোগ পেয়েই ময়দানে নেমে পড়েন তিনি। পরিদর্শন করেন একের পর এক এলাকা। আবার আকাশছোঁয়া দামের কারণ খতিয়ে দেখতে সবজির বাজারে রাজ্যপালের পা রাখা বলে মনে করা হচ্ছে। সবজির বাজারে গিয়ে তিনি কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে।
গত সপ্তাহেই চড়া বাজারদরের জেরে রাজ্যের টাস্ক ফোর্সকে কাঠগড়ায় তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির জন্য দায়ী করেন রাজ্যের শাসকদলকে। অন্যদিকে কেন্দ্রের ঘাড়ে দায় চাপান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। মূল্য বৃদ্ধির জন্য দায়ী কে ? এখনো চলছে দড়ি টানাটানি। এরই মাঝে রাজ্যপালের সবজি বাজারের উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us