Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাণিগঞ্জের পর মাঝে পেরিয়েছে মাত্র ৪৮ ঘন্টা। আর তারপরই ফের ঘটে গেল সোনার দোকানে ডাকাতের তাণ্ডব। এবারের স্থান হাওড়ার ডোমজুড়। বেলা সাড়ে ১২টা নাগাদ সোনার দোকানে লুটপাট চালালো ডাকাতের দল।
যা জানা যাচ্ছে, সশস্ত্র অবস্থায় ডাকাতেরা আসে। অভিযোগ, দোকানের কর্মীদের বন্দুকের বাট দিয়ে মেরেধরে বেঁধে রেখে সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঠিক কত টাকার সামগ্রী খোয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
/anm-bengali/media/media_files/woPcAbfHYuG9CdgCuvDF.webp)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us