দিনের আলোয় ভয়! হাঁটতে বেরিয়ে দুষ্কৃতীর কবলে, গলার চেন ছিনতাই করে পালাল যুবক

আসানসোলে দিনের আলোয় সোনার হার ছিনতাই।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-10-28 at 2.10.05 PM

নিজস্ব সংবাদদাতা: দিনের আলোয় চাঞ্চল্যকর ছিনতাই। রবিবার বিকেলে হাঁটতে বেরিয়ে দুষ্কৃতীর কবলে পড়লেন এক বৃদ্ধা। বাইকে চেপে এসে তাঁর গলা থেকে সোনার চেন ছিনিয়ে পালায় লাল গেঞ্জি পরা এক যুবক। প্রায় দেড় ভরি সোনার ওই গলার হার নিয়ে মুহূর্তেই চম্পট দেয় দুষ্কৃতী। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইস্পাত নগরীর জয়দেবের ২৩-এর সাত নম্বর আবাসনে।

অভিযোগ, কর্মসূত্রে ছেলে-মেয়ে বাইরে থাকায় একাই থাকতেন বৃদ্ধা অনিমা বিশ্বাস। রবিবার বিকেলে তিনি বাড়ির সামনে পাড়ার আরও তিনজন মহিলার সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন। হঠাৎই পিছন দিক থেকে একটি মোটরবাইকে চেপে আসে লাল গেঞ্জি পরা এক যুবক। কোনও কিছু বুঝে ওঠার আগেই বৃদ্ধাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তাঁর গলা থেকে সোনার হার ছিঁড়ে দ্রুত বাইকে চেপে পালিয়ে যায়।

ভীত-সন্ত্রস্ত অনিমা দেবী বলেন, “চারজন মিলে হাঁটছিলাম। হঠাৎ এক যুবক এসে আমাকে ঠেলে ফেলে দিল। তারপর গলা থেকে সোনার চেন টেনে ছিঁড়ে নিয়ে পালায়। আমি চরম আতঙ্কের মধ্যে আছি। বিষয়টি পুলিশকে জানিয়েছি।”

chain snatching

সোমবার রাতে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আশপাশের এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সূত্র।

স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের প্রশ্ন— “যদি দিনের আলোয় এমন ছিনতাই হয়, তবে রাতের নিরাপত্তা কোথায়?”

ঘটনার পর থেকে এলাকায় টহলদারি জোরদার করেছে দুর্গাপুর থানার পুলিশ। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।