শীঘ্রই দাসপুরে চালু হবে গোল্ড হাব

দাসপুরে চালু হবে গোল্ড হাব। খুশির মেজাজ সারা এলাকায়।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-08-31 at 7.15.42 PM

SS

নিজস্ব সংবাদদাতা - খুব শীঘ্রই চালু হতে চলেছে দাসপুরের গোল্ড হাব। যা নিয়ে খুশির হাওয়া সারা এলাকায়। জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের ফরিদপুরে গোল্ড হাব ইতিমধ্যেই হস্তান্তর হয়েছে,তবে এই নিয়ে গতকাল ২৯শে আগস্ট একটি পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত হয়। তাতে এমনি সাড়া পাওয়া যায় যে খুব শীঘ্রই চালু হচ্ছে চির আকাঙ্ক্ষিত দাসপুরের গোল্ড হাব।

11

জানা গেছে ওই  বৈঠকে উপস্থিত ছিলেন- পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাপতি ও পিংলার বিধায়ক-অজিত মাইতি,ঘাটালের মহকুমা শাসক- মাননীয় সুমন বিশ্বাস,দাসপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক-প্রবীর কুমার সিট,দাসপুরের বিধায়িকা- শ্রীমতি মমতা ভূঁইয়া,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ- আশীষ হুতাইত,জেলা পরিষদের সদস্য -শিক্ষক সৌমিত্র সিংহ রায়-সহ একাধিক প্রশাসনিক কর্মকর্তা। প্রায় দেড় ঘন্টা চলে ওই গুরুত্বপূর্ণ বৈঠকটি, বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা পরিষদের সহ-সভাপতি, ঘাটাল মহকুমা শাসক, দাসপুরের বিধায়ক সহ জেলা পরিষদের সদস্য প্রত্যেকেই বক্তব্য রাখেন।