/anm-bengali/media/media_files/2025/09/14/whatsapp-image-2025-09-14-at-191237-2025-09-14-22-40-27.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মাটি দিয়ে গড়া স্বপ্ন, আর সেই স্বপ্নের মধ্যে লুকিয়ে আছে মাতৃত্বের মহিমা। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের প্রত্যন্ত গ্রামে বসে এক নারী যেন রূপ নিয়েছেন মা দুর্গারই আরেক রূপে। তার নাম গীতা রানী হাজরা। সংসারের কাজ সামলে, জীবনের প্রতিটি অবসর মুহূর্তে তিনি মাটি দিয়ে গড়ে তুলেছেন দেব-দেবীর প্রতিমা থেকে শুরু করে নানান মনীষীর প্রতিকৃতি।
মেয়ের স্কুলের হাতের কাজের খাতিরে শুরু হয়েছিল যাত্রা। আঙুলের ছোঁয়ায় একসময় জন্ম নিতো ছোট ছোট ফল, ঘরবাড়ি কিংবা খেলনা। তারপর ধীরে ধীরে সেই হাতের কাজই পরিণত হয় তার নেশায়। আজ কয়েক দশক পেরিয়ে গিয়ে উঠোন ভর্তি শতাধিক মাটির প্রতিমা যেন সাক্ষী তার সৃজনশীলতার।
কিন্তু এখন আর বাজারজাত বা প্রদর্শনীর জন্য নয়— শুধুমাত্র নিজের নাতির জন্য, অবসর কাটানোর আনন্দেই তিনি গড়ে তোলেন প্রতিমা। মা দুর্গারই মতো, যিনি সন্তানদের সুরক্ষার জন্য আবির্ভূত হন— তেমনি গীতা রানীও তার নিপুণ হাতে গড়ে তুলছেন মাটির দুর্গা, নাতির কাছে উপহারের মতো করে।
/anm-bengali/media/post_attachments/f862a3c7-c41.png)
তিনি যেন সত্যিই এক অদৃশ্য দুর্গা— যিনি অন্ন ফলাতে পারেন, বস্ত্র দান করতে পারেন, এমনকি গা থেকে অলঙ্কার খুলে অসহায় মানুষের হাতে তুলে দেন। হাজার বাধা-বিঘ্ন পেরিয়েও তার সৃষ্টিশীল হাত থামে না।
গীতা রানী হাজরা গ্রাম বাংলার বুকে দাঁড়িয়ে থাকা সেই ‘উমার’ আরেক রূপ, যিনি মাটির প্রতিমার ভেতরে ঢেলে দেন নিজের মাতৃত্ব, নিজের ভালোবাসা এবং নিজের আত্মা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us