পাহাড়-খাদ্যের টানে নয়, মানবতার টানেই গনগনিতে রাইডাররা

গনগনির টানে কলকাতা থেকে গড়বেতায় রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল। প্রকৃতি দর্শনের সঙ্গে দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ, উপকৃত শতাধিক মানুষ।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-11-30 at 9.28.58 PM (1)

নিজস্ব সংবাদদাতা:  ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’ নামে পরিচিত পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গনগনির টানেই সুদূর কলকাতা থেকে ছুটে এল মোটরসাইকেলপ্রেমীদের সংগঠন রাইডারর্স কমউনিটি ইন বেঙ্গল। রবিবার ওই সংগঠনের প্রায় ৬০ জন সদস্য কলকাতা থেকে রওনা দিয়ে প্রথমে গনগনিতে পৌঁছন। সেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আশপাশের বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখেন তাঁরা। শুধু ভ্রমণ নয়, সমাজসেবার বার্তাও নিয়ে যান এই রাইডাররা। গড়বেতার ভট্য এলাকায় দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। জানা গিয়েছে, এদিন শতাধিক দরিদ্র মানুষের মধ্যে শীতের পোশাক বিতরণ করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা অপরাজিতা রায় সিনহা জানান, গত ছয় বছর ধরেই এই ধরনের সামাজিক কর্মসূচি নেওয়া হচ্ছে। আগামী দিনে আরও বড় পরিসরে সাধারণ মানুষের পাশে থাকার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

WhatsApp Image 2025-11-30 at 9.28.58 PM