কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সাধারণ সভা

কি হল সভায়?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-22 at 2.36.38 PM

নিজস্ব প্রতিনিধি, কাঁথি: কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সাধারণ সভার আয়োজন করা হয় মঙ্গলবার। এদিন বিশেষ সাধারণ সভার মধ্যে দিয়ে বৈধ পদ্ধতি মেনে ভোটাভুটির মধ্য দিয়ে সমিতির নতুন কমিটি গঠন করা হল। হরিপুর মৎস্য খটির সভাপতি বকুল বরের সভাপতিত্বে এদিন এই কমিটি গঠন করা হয়। কাঁথি শহরের এক বেসরকারি প্রেক্ষাগৃহে এই সভার আয়োজন করা হয়। বিশেষ সাধারণ সভায় মোট ১৭ জনের কমিটি গঠন করা হয়। এতে সমস্ত মৎস্য খটির সভাপতি ও সম্পাদকের উপস্থিতি ও সমর্থনে কমিটি গঠন ও কর্মকর্তা নির্বাচন করা হয়। 

সংগঠন সূত্রে খবর, এদিন কাঁথি মহকুমা মৎস্যজীবী খটি উন্নয়ন সমিতির সভাপতি হিসেবে আমিন সোহেল ও সম্পাদক রবীন্দ্র বর ও কোষাধ্যক্ষ নিতাই ঘোড়াই এবং হিসাব রক্ষক অজিত দত্তর নাম ঘোষণা করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র, জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি ও জেলা সহ মৎস্য অধিকর্তা (সাধারণ)  সৌরিন্দ্র জানা প্রমুখ।

WhatsApp Image 2025-07-22 at 2.36.31 PM