ট্রেন-গাড়ি নয়, দণ্ডি কেটেই কুচবিহার থেকে দক্ষিণেশ্বর! অবাক করবে এই যুবকের কাহিনি

উত্তরবঙ্গের পুন্ডিবাড়ি থেকে দণ্ডি কেটে দক্ষিণেশ্বর কালীদর্শনে পাড়ি যুবক বিভাস চক্রবর্তীর। ৪ মাসের বেশি পথ পেরিয়ে ফরাক্কায় পৌঁছে আবেগে ভাসালেন মানুষ।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-11-28 at 3.42.10 PM

নিজস্ব সংবাদদাতা:  মায়ের দর্শনের টানে কেউ হাঁটে, কেউ ছুটে যায় ট্রেনে বা গাড়িতে। কিন্তু উত্তরবঙ্গের কুচবিহারের পুন্ডিবাড়ি থেকে দক্ষিণেশ্বরের কালীমন্দির পর্যন্ত দণ্ডি কেটে পথ চলা—এ যেন অদম্য ভক্তির এক বিস্ময়কর অধ্যায়। সেই অসাধ্য সাধনেই নেমেছেন যুবক বিভাস চক্রবর্তী। পেশায় ছোট একটি কাবাড়ির দোকানদার। বিভাস শ্রাবণ মাসের ২ তারিখ পুন্ডিবাড়ির কালীমন্দিরে পুজো দিয়ে দক্ষিণেশ্বরের উদ্দেশে দণ্ডি কেটে যাত্রা শুরু করেন।

শুক্রবার দুপুরে দীর্ঘ ৪ মাস ১৩ দিনের কঠিন পথ পেরিয়ে তিনি এসে পৌঁছান মুর্শিদাবাদ জেলার ফরাক্কায়। খবর ছড়াতেই স্থানীয় বাসিন্দারা আবেগে ভেসে যান। ফুলের মালা, জল, সরবত দিয়ে বিভাসকে ঘিরে ধরে শুভেচ্ছায় ভরিয়ে দেন সকলে। অনেকেই তাঁর এই ত্যাগ ও নিষ্ঠাকে কুর্নিশ জানিয়ে বলেন, এমন ভক্তি আজকাল বিরল।

WhatsApp Image 2025-11-28 at 3.44.09 PM

বিভাসের দাবি, এখনও দক্ষিণেশ্বর পৌঁছাতে তাঁর সময় লাগবে আরও প্রায় সাড়ে তিন মাস। শরীর ক্লান্ত, পা ক্ষতবিক্ষত, তবু চোখে অদম্য দৃঢ়তা। বাড়িতে রেখে এসেছেন বৃদ্ধ মা, দাদা ও স্ত্রীকে। সংসারের টান, জীবনের দায়—সবকিছুকে পিছনে ফেলে শুধুমাত্র পুণ্যলাভ ও মায়ের দর্শনের আশাতেই এই দীর্ঘ যাত্রা।

গুটি গুটি পায়ে, দণ্ডি কেটে এগিয়ে চলা বিভাসের একটাই স্বপ্ন—দক্ষিণেশ্বর কালীমন্দিরে পৌঁছে মায়ের দর্শন ও পুজো দেওয়া। প্রতিটি ইঞ্চি পথ তাঁর কাছে যেন তপস্যা। ক্লান্ত শরীরেও মুখে একটুকরো হাসি, চোখে একটাই বিশ্বাস—মা ডাকছেন, পৌঁছতেই হবে। সেই ডাকেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের পথে আজ এক নিঃশব্দ ভক্তির যোদ্ধা এগিয়ে চলেছেন নিরন্তর।