/anm-bengali/media/media_files/2025/12/09/whatsapp-image-2025-12-09-2025-12-09-13-25-16.jpeg)
নিজস্ব প্রতিনিধি, মালদা: বন্ধুর সাফল্য সহ্য করতে না পেরে, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে খুনের অভিযোগ। মালদার ইংলিশ বাজার থানার লক্ষীপুর কলোনির ঘটনা। মৃত যুবকের নাম কৌশিক বিশ্বাস। জানা যায় গতকাল দুপুরে কৌশিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যাই তার আরেক বন্ধু সৌভিক মৃধা। সন্ধ্যা গড়িয়ে এলেও কৌশিক বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা ফোন করতে শুরু করেন। প্রায় চার পাঁচ ঘণ্টা পর সৌভিক মৃধা ফোন করে বলে কৌশিক অসুস্থ হয়ে পড়েছে। জ্ঞান হারিয়ে ফেলেছে। এরপর পরিবারের সদস্যরা মালদার বাগবাড়ি লক্ষ্মীপুর এলাকায় একটি নির্জন আম বাগানে গিয়ে দেখেন কৌশিক কে কোলে করে নিয়ে বসে রয়েছে তার বন্ধু সৌভিক মৃধা। এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে একটি নার্সিংহোম পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত কৌশিক বিশ্বাসের পরিবারের অভিযোগ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তার বন্ধু খুন করেছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের দাবি, দুই বন্ধু এক সময় গাড়ির শোরুমে কাজ করত। কিন্তু সম্প্রতি গাড়ির শোরুম থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি পেয়ে যায় কৌশিক। বন্ধুর এই সাফল্য সহ্য করতে না পেরে সৌভিক কৌশিককে খুন করে বলে দাবি পরিবারের।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/09/whatsapp-image-2025-12-09-2025-12-09-11-51-28.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us