হাসপাতালে বিনা পয়সায় হবে সিটি স্ক্যান, এবার দুর্গাপুর

হাসপাতালে বিনা পয়সায় হবে সিটি স্ক্যান।

author-image
Aniket
New Update
j

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: সরকারি হাসপাতালে বিনা পয়সায় হবে সিটি স্ক্যান। দুর্গাপুর মহকুমা হাসপাতালে সেই পরিষেবার উদ্বোধন হল। উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে পশ্চিম বর্ধমানের পাশাপাশি বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের বেশকিছু এলাকার মানুষ আসেন চিকিৎসা করাতে। আর্থিক অনটনের জন্য বাইরে সিটি স্ক্যান করাতে অনেকের সমস্যা হতো। সেই সমস্যার কথা মাথায় রেখে দুর্গাপুর মহকুমা হাসপাতলে শুরু হল নিজস্ব সিটি স্ক্যান পরিষেবা। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অর্থানুকুল্যে অত্যাধুনিক মানের এই মেশিন বসানো হয়। এই সিটি স্ক্যান মেশিন চালানোর জন্য দুর্গাপুরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের বেশ কিছু টেকনিশিয়ান কাজ করবে। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "দুর্গাপুর মহকুমা হাসপাতলে ১৮ স্লাইস স্ক্যান পরিষেবা আজ থেকে শুরু হলো। বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের মানুষ এই হাসপাতলে পরিষেবা পাবে। সারা রাজ্যজুড়ে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো উন্নত হচ্ছে। আগামী দিনে আরো উন্নত হবে সরকারি হাসপাতাল।" রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন, "সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়া এরকম সুবিধা কোন হাসপাতালেই থাকেনা। দুর্গাপুর মহকুমা হাসপাতলে সুপার স্পেশালিটি হাসপাতালের মত পরিষেবা পাওয়া যাচ্ছে। আরো একটি নতুন পরিষেবা যোগ হলো। স্বভাবতই দুর্গাপুর সহ পার্শ্ববর্তী জেলার মানুষও উপকৃত হবে"।