/anm-bengali/media/media_files/2025/02/01/mjx21nVuf4EsR5VLMYgH.jpeg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: বড়সড় সাফল্য আসানসোল দুর্গাপুর পুলিশের। ডিজিটাল অ্যাটেস্টের নাম করে এবার এক কোটি তিন লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। তদন্তে নেমে নয় জনকে গ্রেফতার করলো পুলিশ।
ডিজিটাল অ্যারেস্টের নাম করে এবার এক কোটি তিন লক্ষ টাকা প্রতারণার শিকার হলেন আসানসোলে দক্ষিণ থানার এক বাসিন্দা। আর পুলিশ সূত্রে খবর, গত ১৮ তারিখ আসানসোল সাইবার অভিযোগ দায়ের করেন ওই প্রতারিত বাসিন্দা। পুলিশ ঘটনার তদন্তে নেমে কলকাতা দিল্লি সহ একাধিক জায়গায় অভিযান চালানো হয়। আর ঘটনায় মোট নয় জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে, শনিবার এক সাংবাদিক বৈঠক করে এ কথা জানান ডিসি হেডকোয়াটার আরবিন কুমার আনান্দ। তিনি আরো বলেন যে, অভিযোগকারীকে ধৃতেরা দিল্লি সাইবার ক্রাইম ও সিবিআই দপ্তরের নাম করে ১০ জানুয়ারি থেকে ১৬ জনুয়ারি পর্যন্ত ডিজিটাল এরেস্টের ভয় দেখিয়ে এক কোটি 3 লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেন প্রতারিত। তদন্তে নেমে পুলিশ কলকাতা থেকে একজনকে গ্রেফতার করেছে। আর তাকে জিজ্ঞাসাবাদ করে জগদ্দল থেকে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একে একে এক মহিলা সহ ৬ জনকে গ্রেফতার করে তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত করে।তিনজনকে দিল্লি থেকে গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ দিল্লি থেকে গ্রেপ্তার হওয়া তিনজনকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us