/anm-bengali/media/media_files/2025/11/05/whatsapp-image-2025-11-05-2025-11-05-15-42-38.jpeg)
হরি ঘোষ, দুর্গাপুর: দিন ঢলে পড়লেই যেন জেগে ওঠে জঙ্গল। ‘হুক্কা হুয়া’ ডাক ভেসে আসে দুর্গাপুর ও উখড়া বনাঞ্চলের গভীর দিক থেকে।
এখন সংখ্যায় বেড়েছে সোনালী ও ধূসর শিয়াল। জঙ্গলের ঘনত্ব যেমন বাড়ছে, তেমনই বেড়েছে বন্যপ্রাণের চলাচল। জঙ্গলের পাশে সারি সারি আদিবাসী গ্রাম সেখানে সন্ধ্যা নামলেই ঢুকে পড়ছে শিয়ালের দল। কখনও গোয়ালঘর থেকে উধাও হচ্ছে হাঁস-মুরগি, কখনও ছাগল। বনদপ্তর সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জঙ্গলে উল্লেখযোগ্যভাবে শিয়ালের সংখ্যা বেড়েছে। শুধু শিয়ালই নয় অন্যান্য বন্য জীবজন্তুদের সংখ্যাও বেড়েছে। এটা অত্যন্ত আনন্দের বিষয় কারণ বোঝা যাচ্ছে জঙ্গলের ঘনত্ব বাড়ছে। তবে কারো যেন ক্ষতি না হয় সেজন্য এলাকায় টহল দিতে দেখা যায় বনকর্মীদের। গ্রামবাসীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। গোপাল মুর্মু নামল স্থানীয় এক বাসিন্দা বলেন, "কিছুদিন আগেই পাড়া থেকে মুরগি নিয়ে চলে গেল শিয়াল। সন্ধ্যার পর থেকে গ্রামেই ঘোরাঘুরি করে। দুপুরের সময়ও যখন আমরা ঘুমিয়ে পড়ি তখনও বাড়ির উঠানে চলে আসে শিয়ালের দল"। দুর্গাপুর বনাঞ্চলের রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বসতি এলাকায় প্রচার করছি। মানুষকে সচেতন করছি। কারো যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় সেই জন্য আমাদের বিশেষ নজরদারি চলছে। তবে বন্যপ্রাণীদের উত্তপ্ত না করারও আবেদন রাখা হচ্ছে। দু একটা ঘটনা ঘটেছে গ্রামে ঢুকে হাঁস মুরগি ছিনিয়ে নেওয়ার। তবে বড় কোনো ঘটনা ঘটেনি"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/05/whatsapp-image-2025-11-05-2025-11-05-15-42-56.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us