লরির ধাক্কায় মৃত্যু চারজনের

মঙ্গলবার সকালে লরির ধাক্কায় মৃত্যু হল চার জনের। রামপুরহাট থানার চিতুরী গ্রামে ঘটনাটি ঘটেছে। আহতদের তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। তৎপরতা দেখিয়েছে রামপুরহাট থানার পুলিশ।

author-image
Shroddha Bhattacharyya
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা : চায়না ভ্যানে লরির ধাক্কা লেগে মৃত্যু হল চারজন মহিলার। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি অনেকে । বীরভূমের রামপুরহাটের  মনশোভা মোড় ১৪ নম্বর জাতীয় সড়কের উপর ঘটেছে এই ঘটনা। বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের বনহাট গ্রাম পঞ্চায়েতের চিতুরি  গ্রামের ১৫ জন শ্রমিক চায়না ভ্যানে করে  মারগ্রাম  কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের উপর রামপুরহাটের মনশুভা মোড় এলাকায় পেছন থেকে লরি ধাক্কা মারে। ঘটনা স্থলেই মৃত্যু হয় তিন জনের। দুর্ঘটনার পরই রামপুরহাট থানার পুলিশ হাত লাগায় উদ্ধার কার্যে।মোট চার জন মহিলার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনায় শোকের ছায়া চিতুরী গ্রামে।

cityaddnew

flamefood1

flavourfood