আজ দুপুরেই ভিত্তিপ্রস্তর স্থাপন— এবার কি জানালেন হুমায়ুন কবির? ভিডিও

"প্রশাসনের পূর্ণ সহযোগিতা পাচ্ছি" — দাবি সাসপেন্ডেড TMC বিধায়কের।

author-image
Aniket
New Update
Screenshot 2025-12-06 10.56.32 AM

নিজস্ব সংবাদদাতা: বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে বিতর্কের মাঝেই নতুন বক্তব্য দিলেন সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস MLA হুমায়ুন কবির। আজ সকালে তিনি জানান, সবকিছু ঠিকঠাক চলছে এবং দুপুর ১২টা বাজলেই কোরআন পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপরই ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি। কবির বলেন, “সব ঠিক আছে। ১২টা বাজা পর্যন্ত অপেক্ষা করুন; কোরআন পাঠ শুরু হবে। তারপর ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। প্রশাসন আমাকে সম্পূর্ণ সহযোগিতা করছে। মুর্শিদাবাদ পুলিশ ও রাজ্য পুলিশ সবাই পাশে আছে। তাদের ধন্যবাদ জানাই।”