ঠান্ডা পানীয় পানের পর রাস্তাতেই বোতল ফেলা! প্রশ্ন করতেই প্রাক্তন শিক্ষককে মারধর

কোথায় ঘটল এই ঘটনা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-21 at 5.27.46 PM

হরি ঘোষ, লাউদোহা: ঠান্ডা পানীয় পানের পর সেই বোতল ফেলাকে কেন্দ্র করে কয়েকজন যুবকের বিরুদ্ধে প্রাক্তন শিক্ষককে মারধরের অভিযোগ উঠল। বুধবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা মোড়ে।

দুর্গাপুরের ফরিদপুর ব্লকের লাউদোহা মোড়ে এলাকার এক প্রাক্তন শিক্ষক মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় ছোট্ট একটা দোকান চালান। বুধবার সেই দোকানে ঠান্ডা পানীয় খেতে আসে পাশের গ্রামের কয়েকজন যুবক। ঠান্ডা পানীয় পানের পর সেই বোতল দোকানের সামনেই ফেলে দেওয়ায় প্রাক্তন শিক্ষক তথা দোকানদার সেই যুবককে সেখানে বোতল ফেলার কারণ জিজ্ঞাসা করেন। এটা বলাতেই এক যুবক তাকে দোকান থেকে টেনে বের করে শারীরিক নিগ্রহ করে বলে অভিযোগ। গ্রামের প্রাক্তন শিক্ষককে শারীরিক হেনস্থা করার খবর জানাজানি হতেই গ্রামের প্রচুর মানুষ এসে প্রতিবাদ করে ও লাউদোহা-উখড়া রাস্তা অবরোধ করে। লাউদোহা গ্রামের বাসিন্দা তথা অবরোধকারী সাক্ষ্য চ্যাটার্জি জানান যে যেভাবে একজন বয়স্ক প্রাক্তন শিক্ষককে শারীরিক নিগ্রহ করা হয়েছে সেটা মোটেও কাম্য নয়। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ পুলিশের কাছে। ঘটনাস্থলে হাজির হয় লাউদোহার ফরিদপুর থানার পুলিশ। পুলিশ আসার ঘন্টা দুয়েক পর অবরোধ উঠে যায়।

teacherpro1