Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: আজ রাজ্যের তিন জায়গায় চলছে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। এই আবহেই সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' শেখ শাহজাহানের খাসতালুক থেকে বোমা ও বিদেশি অস্ত্র উদ্ধার করল সিবিআই। সন্দেশখালিতে পাঁচটি টিমে ভাগ হয়ে তল্লাশি চালায় সিবিআই।
/anm-bengali/media/media_files/vGkAguIcdcKmqmihh4gm.jpg)
কেন্দ্রীয় বাহিনী দিয়ে একটি বাড়িকে ঘিরে সিবিআই তল্লাশি চালায়। এরপর ওই বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় প্রচুর বোমা, কার্তুজ ও বিদেশি অস্ত্র।
/anm-bengali/media/media_files/Q4tczItS1fw2zvs5Jq12.jpg)
সুত্রের খবর, বাড়ির মালিকের নাম আবু তালেব মোল্লা। আরও জানা গেছে, আবু তালেব মোল্লা স্থানীয় তৃণমূল নেতার আত্মীয়। যেই একতলা বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে, সেই বাড়িতে কোনওরকম বিদ্যুৎ সংযোগ ছিলোনা।
/anm-bengali/media/post_attachments/bc07410298bf16f14a188f432c1cee051985bbae7cfe4c933396e38e6b21d0e8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us