New Update
/anm-bengali/media/media_files/2025/08/11/whatsapp-2025-08-11-16-14-48.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মালদায় গঙ্গা ও ফুলহর নদীর জলস্তর ভয়াবহভাবে বেড়ে বিপদসীমার অনেক উপরে বইছে। এর ফলে রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা বন্যার জলে ডুবে গেছে। দুই পঞ্চায়েত মিলিয়ে অন্তত ১০-১১টি বুথ এলাকায় জল ঢুকে পড়েছে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, জলমগ্ন বুথের সংখ্যা এর থেকেও অনেক বেশি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/11/maldah-flood-2025-08-11-14-40-30.jpg)
মহানন্দাটোলা পঞ্চায়েতের বন্ধুটোলা, রাজকিশোরটোলা, জগবন্ধুটোলা, বোধনটোলা, সম্বলপুর, গোবিন্দপুর ও পশ্চিম রতনপুর গ্রাম এখন পানির নিচে। বিলাইমারি পঞ্চায়েতের পশ্চিম রতনপুর, টিকলিচর, খাচাবোনা ও নয়া বিলাইমারিতেও জল থই থই করছে। এই সব এলাকায় কয়েক হাজার মানুষ বন্যার কবলে পড়ে বিপর্যস্ত জীবনযাপন করছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us