/anm-bengali/media/media_files/o68iOCjUvTJoQho9kMGQ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও রাজ্যে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এগরার স্মৃতি আজ রবিবার ফিরেছে দত্তপুকুরে (Duttapukur)। ভয়াবহ এই বিস্ফোরণের কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছিন্ন ভিন্ন দেহ। এদিকে এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের কিছু বাড়িতে ফাটল ও কিছু বাড়ি ভেঙেও পড়েছে। স্থানীয়রা জানাচ্ছেন এই বিস্ফোরণের কারণে ৮ জনের মতো মানুষের মৃত্যু ঘটেছে। যদিও পুলিশ ও দমকল কর্মীরা জানাচ্ছে উল্টো কথা। দত্তপুকুরে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ফায়ার স্টেশন অফিসার আশিস ঘোষ বলেন, "পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।“
#UPDATE | "5 bodies recovered", says Ashish Ghosh, Fire Station Officer on the explosion that took place at the illegal crackers factory in Duttapukur. https://t.co/MZr7ZZa87Hpic.twitter.com/ducKCELreQ
— ANI (@ANI) August 27, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us