New Update
/anm-bengali/media/media_files/2025/06/18/WhatsApp Image 2025-06-18-b49ff0b4.jpeg)
নিজস্ব প্রতিনিধি, দিঘা: এই বছর প্রথম ব্যান পিরিয়ড কাটিয়ে ১৫ জুন থেকে সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে মৎস্যজীবীরা জালে তুললো ১৫ টন ইলিশ। এর দাম ৬০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত আর ওজন ৫০০ গ্রাম থেকে ১.৫ কিলোগ্রাম পর্যন্ত। তবে মাছে-ভাতে বাঙালির পাতে ইলিশ আদৌ ধরা দেবে কিনা সেটাই দেখার বিষয়।
মৎস্যজীবীরা মৎস্য শিকার করে মোহনায় ফিরে আসার পরে ট্রলার মালিকরা প্রথম সুযোগেই লক্ষী লাভ হয়েছে বলে বেজায় খুশি। তবে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে সেভাবে সরকারিভাবে নির্দেশিকা না থাকলেও মাঝ সমুদ্রে আবহাওয়ার অবস্থা খারাপ। এর ফলে একের পর এক ট্রলার তাড়াতাড়ি পাড়ে ফিরে আসছে। গত কয়েক বছরের তুলনায় এই বছর ইলিশ আমদানি ভালো হবে বলে মনে করছেন ট্রলার মালিক তথা মৎস্যজীবী সংগঠনের সদস্যরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/FEN5AJ9dvnAWqp2A0qxV.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us