ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল চারটি প্লাস্টিক গোডাউন, কোটি টাকার ক্ষতি

কোথায় ঘটল এই কাণ্ড?

author-image
Anusmita Bhattacharya
New Update
Fire

নিজস্ব প্রতিনিধি, মালদা: বুধবার রাত প্রায় ১টা নাগাদ মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুর ডাঙ্গা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় একাধিক প্লাস্টিক গোডাউন।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আগুন দেখতে পেয়ে বাসিন্দারা তৎক্ষণাৎ খবর দেন ইংরেজবাজার দমকল দফতরে। খবর পেয়ে ইংরেজবাজার থেকে ৪টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে সকাল পর্যন্ত সময় লেগে যায়।

সুজাপুরে প্লাস্টিক রিসাইকেল শিল্প জেলার অন্যতম বড় কেন্দ্র। প্রতিদিন প্রায় ২০ হাজার শ্রমিক এই শিল্পে কাজ করেন। স্থানীয়দের দাবি, আগুনে ৪টি বড় প্লাস্টিক গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে অথবা কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিয়েছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।

Screenshot 2025-10-15 193612

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, কালিয়াচক-সুজাপুর এলাকায় এখনও পর্যন্ত কোনও দমকল কেন্দ্র না থাকায় প্রায়ই এমন ঘটনায় বড় ক্ষয়ক্ষতি হয়। ভোটের সময় রাজনৈতিক নেতারা দমকল কেন্দ্র স্থাপনের আশ্বাস দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি। একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “যদি কালিয়াচকে দমকল কেন্দ্র থাকত, তাহলে এত বড় ক্ষতি হত না"।