/anm-bengali/media/media_files/NQ9WpLaNzCtRpI4tHy8M.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজ্যজুড়ে পরপর বাজি থেকে ঘটছে বিস্ফোরণ। একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে। এই বিস্ফোরণকাণ্ডের জেরে এবার চম্পাহাটিতে বাজি তৈরি, বিক্রি আর মজুতে নিষেধাজ্ঞা জারি করা হলো। আগামী ২ মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি করলো বারুইপুর জেলা পুলিশ। অর্থাৎ জুলাই মাস পর্যন্ত বাজি তৈরি বা বিক্রি করতে পারবে না কোনও বাজি প্রস্তুতকারক সংস্থা। আবার সেটা মজুতও রাখা যাবে না।
গতকাল বারুইপুর থেকে ১২০০০ কেজি বেআইনি বাজি উদ্ধার করা হয়েছে। তার ঠিক পরের দিনই এই সিদ্ধান্ত নেওয়া হলো। এবার দেখা যাক এই নির্দেশ কতটা ফলপ্রসূ হয়।