/anm-bengali/media/media_files/2025/11/03/whatsapp-image-2025-11-03-2025-11-03-17-56-29.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার দড়ি অযোধ্যা এলাকায় বেশ কিছুদিন আগে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল একদল দুষ্কৃতী। তৎপরতার সাথে দাসপুর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী পালিয়ে যায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তাদের দলের বাকিদের হদিস। সেই সূত্রে তদন্ত চালিয়ে দাসপুর থানার পুলিশ রবিবার ভোররাতে সুলতাননগর এলাকা থেকে সুরজিৎ মণ্ডল নামক এক দুষ্কৃতীকে গ্রেফতার করে।
জানা গিয়েছে, সুরজিৎ মণ্ডলের বাড়ি ডানকুনি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে ,গতকাল অভিযুক্তকে ঘাটাল আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ উদ্ধার করে ফেলে দেওয়া আগ্নেয়াস্ত্র। পুলিশ জানায়, এই দুষ্কৃতী দলের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি ও তদন্ত অব্যাহত রয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/03/whatsapp-image-2025-11-03-2025-11-03-17-56-17.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us