আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ! উদ্ধার সরঞ্জাম ও জাল নোট

কোথায় ঘটল এই কাণ্ড?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-03 at 3.16.33 PM

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ডোমকলে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১। উদ্ধার করা হয়েছে জাল নোট। ১টি রাইফেল, তিন রাউন্ড গুলি সমেত ৪টি পাইপ গান ও ৯ রাউন্ড গুলি মিলেছে। এছাড়াও ১২টি বন্দুক ও ১টি কার্তুজ উদ্ধার করা হয়। আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জাম, হাইড্রোলিক পাইপ, ২টি সাধারণ পাইপ, ৫টি ড্রিল মেশিন, ১টি কাটিং মেশিন, ১টি এয়ার ব্লোয়ার, ১টি ডাইস, ২টি মেটাল সিট পাওয়া গেছে। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ ও এসওজি যৌথভাবে ডোমকল থানার অন্তর্গত গড়াইমারী এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হয়।। এছাড়া ৪০ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিরাজ মন্ডল নামে ১ জনকে। আজ ধৃতকে আদালতে পাঠানো হবে।

Screenshot 2025-07-03 143952