দ্রুত শুরু হবে দমকল কেন্দ্রের কাজ, সাড়ে ৩ কোটির জায়গা পেল দমকল

কোথায় তৈরী হবে এই কেন্দ্র?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-29 at 7.49.18 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম বিধানসভা কেন্দ্র হল ডেবরা বিধানসভা। কোথাও আগুন লাগার ঘটনা ঘটলে খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া বা সবংয়ের ওপর ভরসা করতে হয়। ডেবরার ওপর দিয়ে দক্ষিন-পূর্ব রেলের লাইন গিয়েছে। রয়েছে ব্যস্ততম ১৬ নং জাতীয় সড়ক। ফলে আগুন লাগার ঘটনার আশঙ্কা একটা থেকেই যায়। তাই ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর মন্ত্রী থাকাকালীন ডেবরার জন্য একটি দমকল কেন্দ্র গড়ে তুলবেন কথা দিয়েছিলেন। সেই মতো ডেবরার দ্বারিকাপুর মৌজায় ১৬ নম্বর জাতীয় সড়কের পাশেই দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য সরকারি জায়গাকে দমকল বিভাগে স্থানান্তরিত করা হল। ৪৬ ডেসিমেল সরকারি জায়গার বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। এদিন আনুষ্ঠানিকভাবে এই জায়গাকে দফতরে স্থানান্তর করল দমকল বিভাগ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর, জেলার ফায়ার বিগ্রেডের ইনচার্জ বামদেব চৌধুরী, মেদিনীপুর এবং খড়গপুরের ফায়ার ব্রিগেডের ওসি, ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, শিক্ষা কর্মাধ্যক্ষ অশ্বিনী সরদার, ডেবরা ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক রূপ বিলাস মন্ডল, ডেবরা ৫/২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী মন্ডলসহ অন্যরা। একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জমি হস্তান্তর কর্মসূচি সম্পূর্ণ হল।

digad

mlahumayun