রেলের পরিত্যক্ত গোডাউনে বিধ্বংসী আগুন

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন স্থানীয় নোয়াপাড়া থানার পুলিশ ও দমকলের তিনটি ইঞ্জিন।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-10-24 at 11.38.48 AM

fire

নিজস্ব সংবাদদাতা : শ্যামনগর রত্নেশ্বর ঘাটের কাছে রেলের পরিত্যক্ত গোডাউনে বেশ কিছুদিন ধরেই জুট মিল থেকে আনা পরিত্যক্ত চট বোঝাই করে রাখতেন সিরাজুল নামের এক ব্যক্তি। দীর্ঘ তিন মাস ধরেই স্থানীয় বাসিন্দারা তাকে বলেছিল এইসব জিনিস এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু রেলের গোডাউনে জবরদখল করেই পরিত্যক্ত চট মজুদ করে রাখা হচ্ছিল।

digbijay da add

গতকাল বৃহস্পতিবার সেই গোডাউনে হঠাৎ করেই আগুন লেগে যায়। এই আগুনের পরিমাণ এতটাই বেশি ছিল যে নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় গোডাউনটি । খবর পেয়েই ঘটনাস্থলে আসেন স্থানীয় নোয়াপাড়া থানার পুলিশ ও দমকলের তিনটি ইঞ্জিন। দীর্ঘ এক ঘন্টার চেস্টায় আগুন আয়ত্তে আসে।