নিজস্ব সংবাদদাতা: মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে আজব ঘটনা। ২ নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতে আরম্ভ হয়েছে ভূতের উপদ্রপ!শীতলপুর গ্রামে ভূতের গুজব৷ ভয়ে কাঁটা গ্রামবাসীরা৷ ঘটনাস্থল পরিদর্শন করে এখনো আগুন লাগার কারণ খুঁজে পায়নি প্রশাসন৷ এখনো পর্যন্ত দ্রুত গ্রামে যাওয়ার আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার প্রতিনিধিরা। তবে আতঙ্কে ঘর ছেড়েছে চারটি পরিবার৷ আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যেও।
/anm-bengali/media/media_files/aENGnQzTowAbb19UF5tt.webp)