New Update
/anm-bengali/media/media_files/2025/11/19/whatsapp-image-2025-11-19-2025-11-19-14-37-47.jpeg)
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: এবার হাসপাতালের ভেতরে ডাক্তারদের কক্ষে লেগে গেল আগুন। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারদের বিশ্রাম কক্ষে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে খবর। এই অগ্নিকাণ্ডে রুমের ভেতরে থাকা প্রায় সব আসবাবপত্র পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে। ঘটনার পরই দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে বড় বিপদ এড়ানো সম্ভব হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVP পলাশ দাস। তিনি বলেন, “আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত"।
পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/29/1000113388.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us