এগরা কলেজে আগুন, ছড়িয়ে গেল আতঙ্ক

কোথায় লাগল আগুন?

author-image
Anusmita Bhattacharya
New Update
Cover (24)

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: এগরা কলেজে ভয়াবহ আগুন। আতঙ্কে এলাকাবাসী সহ ছাত্রছাত্রী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে অবস্থিত এগরা সারদা শশী ভূষণ কলেজের বিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে।  সকাল ৮. ৩০ নাগাদ হঠাৎই কলেজের বিজ্ঞান বিভাগের বিল্ডিং- এ আগুন লাগে। দলকম এসে আগুন নেভানোর চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

Fire