/anm-bengali/media/media_files/RqO77tScmTJAfvy1zVAW.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার ফিরহাদ হাকিমকে কে নিয়ে শোরগোল ফেলে দেওয়া মন্তব্য করলেন তথাগত রায়। তিনি দাবি করেছেন, ফিরহাদ হাকিম ধোঁকাবাজির চেষ্টা করছেন।
/anm-bengali/media/media_files/kvEtEidLBnbh2Z48PgEP.jpg)
তিনি ট্যুইট করে বলেছেন, "ফিরাদ হাকিম বলছে আমি মুসলমান কিন্তু দুর্গাপুজো কালীপুজো করি ! আমি হতবাক ! মুসলমান শুধু সে-ই, যে বিশ্বাস করে (ক) আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং (খ) মোহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ। তাহলে মুসলমান হয়ে কিভাবে কেউ দুর্গাপুজো-কালীপুজো করতে পারে ? এটা আসলে ধোঁকাবাজির চেষ্টা। এর নাম আল-তাকিয়া, ওদের ধর্মে এর বিধান আছে"। তথাগত রায়ের ট্যুইট ঘিরে হৈচৈ পড়ে গিয়েছে।
ফিরাদ হাকিম বলছে আমি মুসলমান কিন্তু দুর্গাপুজো কালীপুজো করি ! আমি হতবাক !
— Tathagata Roy (@tathagata2) August 3, 2024
মুসলমান শুধু সে-ই, যে বিশ্বাস করে (ক) আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং (খ) মোহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ।
তাহলে মুসলমান হয়ে কিভাবে কেউ দুর্গাপুজো-কালীপুজো করতে পারে ?
এটা আসলে ধোঁকাবাজির চেষ্টা। এর নাম…
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us