ফিরাদ হাকিম ধোঁকাবাজির চেষ্টা করছেন- এর নাম আল-তাকিয়া, ওদের ধর্মে এর বিধান আছে- বাংলার বড় নেতার বক্তব্যে এবার হৈচৈ পড়ে গেল

কি বলা হল ফিরহাদ হাকিমকে নিয়ে?

author-image
Aniket
New Update
FIRHAD-MAMATA

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার ফিরহাদ হাকিমকে কে নিয়ে শোরগোল ফেলে দেওয়া মন্তব্য করলেন তথাগত রায়। তিনি দাবি করেছেন, ফিরহাদ হাকিম ধোঁকাবাজির চেষ্টা করছেন।

tathagataaagh.jpg

তিনি ট্যুইট করে বলেছেন, "ফিরাদ হাকিম বলছে আমি মুসলমান কিন্তু দুর্গাপুজো কালীপুজো করি ! আমি হতবাক ! মুসলমান শুধু সে-ই, যে বিশ্বাস করে (ক) আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই  এবং (খ) মোহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ। তাহলে মুসলমান হয়ে কিভাবে কেউ দুর্গাপুজো-কালীপুজো করতে পারে ? এটা আসলে ধোঁকাবাজির চেষ্টা। এর নাম আল-তাকিয়া, ওদের ধর্মে এর বিধান আছে"। তথাগত রায়ের ট্যুইট ঘিরে হৈচৈ পড়ে গিয়েছে।

Adddd