মন্দিরে গিয়ে অঙ্গভঙ্গি ভিডিও করলে ৫০০০ টাকা জরিমানা

৫০০০ টাকা জরিমানা মন্দিরে গিয়ে অঙ্গভঙ্গি ভিডিও করলেই।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-23 12.27.51 PM

নিজস্ব সংবাদদাতা: মন্দির পবিত্র জায়গা, মন্দির চত্তরে কেউ অঙ্গভঙ্গি দেখিয়ে ভিডিও করবেন না। এই ধরনের ভিডিও করলেই ৫০০০ টাকা জরিমানা, নতুন বিজ্ঞপ্তি জারি করলো জকপুরের নামকরা মনসা মন্দির কমিটি। এই মন্দিরে ইদানিং কালে লক্ষ্য করা গিয়েছিল অনেকেই বিভিন্ন নাছ করে, অঙ্গ ভঙ্গিমা করে ভিডিও তুলে তা বিভিন্ন সোস্যাল সাইটে আপলোড করা হচ্ছিল। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হতেই কড়া হস্তখেপ নিলো মন্দির কর্তিপক্ষ। পিংলা বিধানসভার খড়্গপুর ২ নং ব্লকের জকপুর সংলগ্ন একাকায় মা মনসার মন্দিরে হাজার হাজার মানুষের ভিড়।আর সেখানেই অনেকে এই ধরনের ভিডিও বানায়। আর সেই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পূজো কমিটি।

মহিষ গোট গেড়িয়ার মনসা ও শীতলা পূজো কমিটির সদস্য সমীর সামই জানান আমরা এই বিষয়টি নজর দেওয়ার পর এই বিজ্ঞপ্তি জারি করেছি। অঙ্গভঙ্গি করে নাচ বা ভিডিও এখানে করা যাবে না। এতে ভক্তদের অনেক অসুবিধা হয়।ধরা পড়লে ৫০০০ টাকা জরিমানা নেওয়া হবে।যদিও এই বিজ্ঞপ্তি দেওয়ার পর কিছুটা এই পরিস্থিতি কমেছে৷ আমরা নজরও রেখেছি৷