অবশেষে সমাধান, খুশি মানুষ

আমাদের পাড়া, আমাদের সমাধান  থেকে রাস্তার জন্য বরাদ্দ ১০ কোটি, খুশি গ্রামের মানুষ, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন এলাকাবাসীর।

author-image
Aniket
New Update
d8270a92-c472-4e33-9455-c0d0349dd242


নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ ব্লকের প্রধান সমস্যাই ছিল  রাস্তাঘাট। কারন একাধিক জায়গায় রাস্তা খারাপের খবর উঠে আসছিল।এই সমস্যা সমাধান হোলো আমার পাড়া আমার সমাধান প্রকল্পে। ব্লকের ১৪৫ টি বুথের প্রতিটি বুথেই রাস্তা তৈরির জন্য বরাদ্দ হলো প্রায় ১০ কোটিরও বেশি টাকা। কদিন আগে বেশ কয়েকটি নতুন রাস্তা উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো পাড়ায় সমাধানের কাজ। খুশি এলাকার মানুষজন।

দাঁতন ২ ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতে পাড়ায় সমাধান কর্মসূচির কাজ করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সামনে এসেছে বেহাল রাস্তাঘাটের কথা।আর সেই রাস্তা ঘাটের কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে ব্লকের মোট ১৪৫ টি বুথের প্রতিটি ক্যাম্পে গুরুত্ব দেওয়া হয়েছে বেহাল রাস্তা সংস্কারের উপর। ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতে প্রায় ৯০০টি রাস্তা তৈরির অনুমোদন দেওয়া হয়েছে পাড়ায় সমাধান শিবির থেকে।

সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে পাড়ায় সমাধান কর্মসূচির মাধ্যমে প্রতিটি বুথ এলাকায় উন্নয়নের ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। ব্লক প্রশাসন সূত্রে খবর দাঁতন ২ ব্লকে ১৪৫ টি বুথের জন্য বরাদ্দ হয়েছে ১৪ কোটি ৫০ লক্ষ টাকা। যার মধ্যে দশ কোটির বেশি টাকা খরচ করা হচ্ছে রাস্তা সংস্কারের জন্য। কদিন আগে থেকে সেই কাজ শুরু হয়। এদিন সাবড়া এলাকাতে বেশ কয়েকটি রাস্তার তৈরীর কাজ শুরু হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন বিডিও অভিরূপ ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি  ইফতেখার আলী সহ অন্যান্যরা।