বাবা নেই, তাই শ্বশুরকে বাবা? ভোটার তালিকা ঘিরে নতুন বিতর্ক

সন্দেশখালিতে SIR বিতর্কে শ্বশুরকে বাবা সাজিয়ে ফর্ম পূরণের অভিযোগ। বিজেপির NIA তদন্তের দাবি, তৃণমূল বলছে অভিযোগ মিথ্যা।

author-image
Tamalika Chakraborty
New Update
SIR

নিজস্ব সংবাদদাতা:  SIR প্রক্রিয়া ঘিরে এবার বড় বিতর্ক তৈরি হলো সন্দেশখালিতে। সন্দেশখালি ২ নম্বর ব্লকের বেড়মজুর পঞ্চায়েতের ১৪৭ নম্বর বুথে এক যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম আবদার শুকুর মোল্লা। অভিযোগ, তিনি নিজের শ্বশুর আব্দুর রহিম মোল্লাকে নিজের বাবা সাজিয়ে ভোটার তালিকার ফর্ম পূরণ করেছেন।

অভিযুক্ত আবদার শুকুরের দাবি, তাঁর বাবা-মা অনেক আগেই মারা গিয়েছেন। সেই কারণেই তিনি এইভাবে নথি জমা দিয়েছেন। পাশাপাশি তাঁর আরও দাবি, তিনি ভারতীয় নাগরিক এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

1974062-sir

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে, সন্দেশখালি এলাকা রোহিঙ্গা ও বাংলাদেশিদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। তাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য NIA-র তদন্ত চাওয়া হয়েছে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, শুকুর ভারতীয় নাগরিক। তাঁর মামার বাড়ির নথিপত্র অনুযায়ী তিনি ভোটার তালিকাভুক্ত। দলীয় স্তরে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দিয়েছেন বেড়মজুর পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি। তবে এই ঘটনার জেরে সন্দেশখালিতে নতুন করে ভোটার তালিকা ও নাগরিকত্ব নিয়ে উত্তেজনা ছড়িয়েছে।