শ্রীনগরে ন্যাশনাল কনফারেন্সের কেন্দ্রীয় কমিটির বৈঠক, সভাপতিত্ব করলেন ফারুক আবদুল্লাহ

শ্রীনগরে ন্যাশনাল কনফারেন্সের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করলেন ফারুক আবদুল্লাহ। জম্মু-কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হল গুরুত্বপূর্ণ আলোচনা।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের কেন্দ্রীয় কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল শ্রীনগরে দলের প্রধান কার্যালয়ে। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ।

Omar

এই বৈঠকে জম্মু-কাশ্মীরের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা ও আসন্ন নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর।

দলের একাধিক শীর্ষনেতা এই বৈঠকে উপস্থিত ছিলেন। ন্যাশনাল কনফারেন্স সূত্রে জানা গেছে, রাজ্যের স্বায়ত্তশাসন ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনার দাবিও আবার জোরালোভাবে তোলা হয়েছে এই বৈঠকে।