/anm-bengali/media/media_files/2025/10/30/whatsapp-image-2025-10-30-2025-10-30-17-37-55.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সকাল থেকেই দফায় দফায় চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে বৃষ্টি কমে গিয়ে আবহাওয়ার উন্নতি হবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। মন্থার প্রভাবে ঝড়ের দাপটে নুয়ে গেছে মাঠের ধান। কৃষকরা ক্ষতির আশঙ্কা করছেন। চিন্তিত কৃষকরা যে আবারও যদি বেশি বৃষ্টি হয় কৃষিকাজে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক আকার নেবে। নুয়ে পড়া ধান গাছের গোড়ায় বৃষ্টির কারণে জল জমছে। মাঠেই নষ্ট হবে পাকা ধান। কৃষকরা জানাচ্ছে যে তাদের কৃষিকাজ করেই সংসার চলে। কৃষিজ ফসল মাঠে যদি নষ্ট হয় তাহলে তারা নিজেরা এবং ছেলেমেয়েরা খাবে কি? এক কথায় মন্থার প্রভাবে 'পাকা ধানে মই' নিয়ে কৃষকরা চিন্তিত।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/LkTEdaUfbxwcWz7vFC1k.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us