/anm-bengali/media/media_files/2025/11/30/whatsapp-image-2025-11-30-a-2025-11-30-19-13-46.jpeg)
JJJJ
নিজস্ব সংবাদদাতা : সরকারি ন্যায্য মূল্যে ধান বিক্রয় করতে এসে ক্ষোভে ফেটে পড়লেন কৃষকরা। অভিযোগ কুইন্টাল প্রতি ৮ থেকে ১০ কেজি করে বলন হিসাবে ধান বাদ দেওয়া হচ্ছে। ঘটনাটি চন্দ্রকোনার কৃষ্ণপুর দুবরাজগঞ্জ কৃষি সমবায় সমিতির বিরুদ্ধে। ক্ষুব্ধ চাষীরা গড়বেতা- শ্রীনগর রাজ্য সড়কের কৃষ্ণপুরে রাস্তায় ধানের বস্তা ফেলে বিক্ষোভ দেখায়। কৃষকদের বক্তব্য তাদের ধান শুকনা থাকলেও ময়েশ্চার আছে বলে বেআইনিভাবে কুইন্টাল প্রতি ৮ থেকে ১০ কেজি ধান বাদ দেওয়া হচ্ছে। চাষীদের সুবিধার জন্য সরকার ন্যায্য মূল্যে ধান কিনছে অথচ কৃষকদের ঠকাচ্ছে সমবায় সমিতি। কৃষকদের কাছে ধান না নিয়ে অসাধু ফোড়েরা গোলা থেকে ধান কিনে কোটা পূরণ করছে। আমরা তারই প্রতিবাদে এই অবরোধ করেছি। কৃষকদের রাস্তা অবরোধের জেরে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। চন্দ্রকোনা থানার পুলিশ গিয়ে চাষীদের আশ্বাস দেন বিষয়টি দেখবেন। পরে বিক্ষোভকারীরা পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/30/whatsapp-image-2025-11-30-a-2025-11-30-17-32-20.jpeg)
যদিও সমবায় সমিতির সাথে যোগাযোগ করা হলে ফোনে সমিতির ম্যানেজার আসিফ ইকবাল জানিয়েছেন,''অভিযোগ সম্পুর্ন মিথ্যা,কেউ ভুল বুঝিয়েছে কৃষকের। একজন কৃষক তার ধান আনার সময় কিছু বস্তা ড্রেনে পড়ে ভিজে গিয়েছিল,সেই ধান তিনি নিয়ে এলে তা নিতে অস্বীকার করা হয় বাকি ধান নেওয়ায় আপত্তি করা হয়নি। কোনো বাইরে থেকে ধান নেওয়া হয়না,সরকারি নিয়ম মেনে কৃষকদের থেকে ধান কেনা হচ্ছে। চাষীদের কেউ বা কারা সমবায় সম্পর্কে ভুল বোঝাচ্ছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us