New Update
/anm-bengali/media/media_files/2025/08/19/whatsapp-image-2025-08-19-2025-08-19-16-57-11.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ভূতুড়ে ভোটার ইস্যুতে সরগরম রাজ্য তথা জাতীয় রাজনীতি৷ এই আবহে দুটি বিধানসভা এলাকার ভোটার তালিকায় একই মানুষের নাম উঠে এল৷
পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভায় এলাকার ঘটনা। ঘটনাটি প্রকাশ্যে আসার পর তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জানা গিয়েছে, সুশান্ত দে ও মিনু বরম দে সম্পর্কে স্বামী-স্ত্রী যারা সবং-২২৬ নম্বর বিধানসভা কেন্দ্রের দেভোগ অঞ্চলের ভিকনী বাটিটাকী ৭নং বুথ এলাকার বাসিন্দা। ওই এলাকায় দুজনেরই ভোটার তালিকায় নাম রয়েছে। অন্যদিকে কেশপুর বিধানসভার অন্তর্গত তেঁতলা বুথ এলাকায় ভোটার তালিকায়ও নাম রয়েছে সুশান্ত ও তার স্ত্রী মিনুর। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/05/voter-list-2025-08-05-12-16-11.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us