/anm-bengali/media/media_files/2025/12/05/whatsapp-image-2025-12-05-at-2025-12-05-09-25-09.jpeg)
LLLL
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের সবংয়ে ঘটে গেল চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা। অভিযোগ, বন্ধুত্বের সুযোগ নিয়ে এক যুবক নিজের আসল পরিচয় গোপন করে মৃত ছেলের বাবার নাম-পরিচয় ব্যবহার করে তৈরি করেছে ভোটার কার্ড, সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি।
ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের খরপরা এলাকায়। সূত্রে জানা যায়, কেশিয়াড়ির বাসিন্দা যুবক শেখ তাজউদ্দিনের সঙ্গে বন্ধুত্ব ছিল সবংয়ের খরপরার বাসিন্দা সত্যচরণ সিংহের ছেলের। সেই সূত্রে সত্যচরণ বাবুর বাড়িতে অবাধ যাতায়াত শুরু করে তাজউদ্দিন। পরিবারের সদস্যরাও তাকে আত্মীয়ের মতোই দেখতেন।
অভিযোগ, এই সুযোগকেই কাজে লাগিয়ে নিজের পরিচয় গোপন করে ‘বাবলু সিংহ’ নামে নতুন পরিচয় তৈরি করে তাজউদ্দিন। খাতায়-কলমে মৃত ছেলের বাবাকেই নিজের বাবা দেখিয়ে প্রথমে সবং এর খরপরা এলাকার ভোটার কার্ড-সহ একাধিক নথি বানিয়ে নেয়। পরবর্তীতে নারায়ণগড়ের গোবিন্দপুর ব্রাহ্মণ শ্মশান এলাকার ঠিকানায় বানিয়ে ফেলে ভোটার কার্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/25/sir-voter-list-2025-11-25-11-59-48.png)
ঘটনার কথা জানতে পেরে স্তম্ভিত হয়ে পড়েন সত্যচরণ সিংহ। তাঁর ছেলে প্রতাপ সিংহ তিন বছর আগে মারা গিয়েছেন। সেই মৃত ছেলের বন্ধু সেজে তারই নাম ভাঁড়িয়ে প্রতারণা করা হয়েছে জানতে পেরে তিনি তড়িঘড়ি সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
যদিও অভিযুক্ত বাবলু সিংহ ওরফে শেখ তাজউদ্দীন এর দাবি, ''আমি অনাথ ছিলাম তাই আমাকে দত্তক নেওয়া হয়েছিল।দত্তক নিয়েছিলেন সত্যচরণ সিং। পালিত পিতা হওয়ার কারণেই তার নাম ব্যবহার করে ভোটার লিস্ট বা অন্যান্য নথি তৈরি করেছি। আমাকে টাকা চেয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে। সত্যচরণ সিংহের তরফে যে অভিযোগ করা হয়েছে থানায়, সেই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে আমাকে ফাঁসানো হচ্ছে।অন্যদিকে সত্যচরণ সিংহ জানান আমার অভিযোগ করার কথা জানতে পেরে আমার বাড়িতে এসে হুমকিও দিয়ে গিয়েছে। এখন আমি প্রাণনাশের আশঙ্কা করছি। রাতে ঘুমোতে পারিনা।'' এই ঘটনায় পরিবারে নেমে এসেছে আতঙ্কের ছায়া। চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us