১০ হাজার টাকায় 'নাগরিকত্ব'? কাকদ্বীপে বিস্ফোরক অভিযোগ বাংলাদেশি নাগরিকের

জাল ভোটার চক্রে ফের নাম জড়াল তৃণমূলের।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 1


নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ফের ভোটার কার্ড জালিয়াতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। নিউটন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার একই ধরনের অভিযোগে নাম জড়াল টিএমসিপি নেতা দেবাশিস দাসের। অভিযোগ, ১০ হাজার টাকা দেওয়ার পরও ভোটার কার্ড মেলেনি এক বাংলাদেশি নাগরিকের। অভিযুক্ত স্থানীয় এক তৃণমূল নেতা নিজেকে দেবাশিস দাসের অনুগামী বলেও দাবি করেছেন।

অর্জুন দাস নামে অভিযুক্ত ব্যক্তি জানান, তিনি প্রায় ৩৫ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। তাঁর স্ত্রী কাকদ্বীপের স্থায়ী বাসিন্দা। অর্জুনের অভিযোগ, তিনি বহু বছর ধরেই এখানে রয়েছেন এবং বসবাস করছেন। এদেশে নাগরিকত্বের প্রমাণপত্র তৈরি করাতে তিনি স্থানীয় এক তৃণমূল নেতার সাহায্য নেন। ওই নেতা তাকে প্রতিশ্রুতি দেন যে, ১০ হাজার টাকার বিনিময়ে তাঁর ভোটার কার্ড তৈরি করে দেবেন। টাকা নেওয়ার পর দীর্ঘদিন কেটে গেলেও কোনও ভোটার কার্ড হাতে পাননি অর্জুন।

fake voter cards

এই ঘটনার সূত্র ধরে ফের একবার স্থানীয় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। ইতিমধ্যেই টিএমসিপি নেতা দেবাশিস দাসের নাম সামনে আসায় তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্বস্তি বাড়তে শুরু করেছে। যদিও তৃণমূলের কোনও শীর্ষস্থানীয় নেতৃত্ব এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। জেলা নেতৃত্বেরও কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনো।

এদিকে, নিউটন কাণ্ডের মতোই এই ঘটনাও ভোটার কার্ড জালিয়াতি চক্রের আরেকটি উদাহরণ বলে মনে করছে তদন্তকারী মহল। এখন দেখার, প্রশাসন ও নির্বাচন কমিশন এই বিষয়ে কী পদক্ষেপ নেয়।