/anm-bengali/media/media_files/2025/08/01/whatsapp-2025-08-01-15-58-53.jpeg)
নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গের মালদা থেকে দক্ষিণবঙ্গের আসানসোল পর্যন্ত চলা সরকারি নাইট সার্ভিস বাসে আমের পেটির আড়ালে জাল নোট পাচারের চেষ্টায় তীব্র চাঞ্চল্য ছড়াল। পাচারকারীর কৌশল দেখে অবাক পুলিশও। পাকা খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আসানসোলের জুবিলি মোড়ে অবস্থিত এসবিএসটিসি (S.B.S.T.C) বাস ডিপোয় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) অভিযান চালিয়ে হাতেনাতে এক পাচারকারীকে গ্রেফতার করে।
ধৃত ব্যক্তি, রাজেন্দ্র প্রসাদ, পুরুলিয়ার পারবেলিয়া থানার অন্তর্গত নিতুরিয়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২ লক্ষ টাকার জাল নোট, যার মধ্যে বেশিরভাগই ছিল ৫০০ টাকার।
গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের STF-এর একটি দল যাত্রী সেজে শিলিগুড়ি থেকে রাতেই ওই বাসে উঠে পড়ে। খবর ছিল, মালদার ber infamous কালিয়াচক এলাকা থেকে আমের পেটিতে লুকিয়ে আসানসোলে আসবে জাল টাকা। ঠিক সেইমতোই এসটিএফ নজরদারি শুরু করে। বৃহস্পতিবার সকালে বাসটি আসানসোলে পৌঁছনোর পরই সন্দেহভাজন ব্যক্তি আমের পেটি নিতে গেলে, তাকে অনুসরণ করে তৎক্ষণাৎ আটক করে তল্লাশি চালায় এসটিএফ। পেটির ভিতরেই পাওয়া যায় মোটা অঙ্কের জাল নোট।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/28/arrested-a-2025-07-28-18-53-37.jpg)
ধৃতকে দ্রুত তুলে দেওয়া হয় আসানসোল উত্তর থানার পুলিশের হাতে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, এই পাচারচক্রের পিছনে আরও বড় চক্র কাজ করছে। পুলিশের প্রাথমিক অনুমান, বাংলাদেশ সীমান্তঘেঁষা মালদা থেকে এই জাল নোট সংগ্রহ করে গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়ার ছক কষছিল এক সংঘবদ্ধ চক্র। এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করেছে এবং ধৃতকে জিজ্ঞাসাবাদে চক্রের মূল পান্ডা এবং অন্যান্য সহযোগীদের নাম জানার চেষ্টা চলছে। তদন্তকারীদের আশা, এই ঘটনায় বড়সড় জাল নোট কারবারের জাল ভেঙে ফেলা সম্ভব হবে। ধৃতকে নিজেদের হেফাজতে নিতে আদালতে পেশ করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us