New Update
/anm-bengali/media/media_files/2025/07/06/screenshot-2025-07-06pm-2025-07-06-13-43-34.png)
নিজস্ব প্রতিনিধি: গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করে দুজন জাল নোট পাচারকারীকে। এদের জিজ্ঞাসাবাদ করে বারাসাত থেকে গ্রেফতাফ আরো একজাল নোট পাচারকারী। বারাসতের দত্তপুকুর থেকে রাহুল বিশ্বাসকে (২৮) হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা গ্রেফতার করে। তার থেকে এক লাখ ছিয়াশী হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার হয়েছে। আজ তাকে হাওড়া আদালতে পেশ করা হয়। তদন্তকারীরা পুলিশি হেফাজতের আবেদন করেছে।
ইতিপূর্বে হাওড়ার জগাছা ও লিলুয়া থেকে জসীমউদ্দীন লস্কর ও রমিজ রাজা লস্করকে গ্রেফতার করে সিটি পুলিশের গোয়েন্দারা। দুজনেই পুলিশি হেফাজতে রয়েছে। গোয়েন্দারা মনে করেছে আন্তরাজ্য জাল নোট পাচার চক্র কাজ করছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই চক্রের সন্ধান পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ। জাল নোট কোথায় ছাপা হচ্ছে তাও জানার চেষ্টা চলছে।