নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালির ধামাখালি ফেরিঘাট এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ জাল নোট। মোট উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৯ কোটি টাকা। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। ধৃতদের নাম সিরাজউদ্দিন মোল্লা ও দেবব্রত চক্রবর্তী। এই বিশাল অঙ্কের জাল নোট উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সন্দেশখালি থানা এলাকার ধামাখালি ফেরিঘাটে নজরদারি বাড়ানো হয়। সেখানেই সন্দেহভাজন হিসেবে আটক করা হয় দুই ব্যক্তিকে। পরে তাঁদের ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে এই বিপুল পরিমাণ জাল নোটের বান্ডিল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বড় কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে এই নোটগুলো জড়ো করছিল ধৃতরা। শুধু স্থানীয় নয়, এর পেছনে বড়সড় চক্র কাজ করছে বলেই অনুমান তদন্তকারীদের। জাল নোটের সঙ্গে কে বা কারা জড়িত, তা জানতে শুরু হয়েছে জোরদার জেরা।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, বারবার উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকায় কীভাবে এমন অপরাধের রমরমা বাড়ছে? জাল টাকার চক্র কি আরও বিস্তৃত?
এ বিষয়ে তদন্তে নেমেছে জেলা পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দ্রুত ধৃতদের আদালতে পেশ করে রিমান্ডে নেওয়ারও প্রস্তুতি চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us