/anm-bengali/media/media_files/2025/12/03/screenshot-2025-12-03-085858-2025-12-03-08-59-30.png)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার জাম্বনী থানার চিচিড়াতে থাকা এক জাল লটারি ছাপাখানার খবর আসে জাম্বনি থানাতে। খবর পেয়ে জাম্বনি থানার আইসি অভিজিৎ বসু মল্লিক তৎক্ষণাৎ অভিযান চালান চিচিড়া বাজারে। সেখানে পুলিশ শেখ সাদেকুল হোক আনসারির বাড়ি গিয়ে তল্লাশি চালায়। উদ্ধার হয় কয়েক লক্ষ টাকার জাল লটারি, লটারি ছাপানোর মেসিন, কাটিং মেসিন, বেশ কয়েকটি কম্পিউটারসহ নগদ টাকা।
তড়িঘড়ি গ্রেফতার করা হয় ছাপাখানার মালিক শেখ সাদেকুল হোক আনসারিকে এবং মঙ্গলবার তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। তার আগে শেখ সাদেকুল হোক আনসারি সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করে যে সে এই কারবার বহুদিন ধরে চালাছে। ঝাড়খণ্ড, বিহার, এবং বাংলার সমস্ত জায়গায় নাগাল্যান্ড ডিয়ার গঙ্গা লটারির নাম দিয়ে জাল লটারির কারবার চলত যার রেজাল্ট ডিয়ার লটারির সাথে মেলানো হয়। এই লটারি সমস্ত জায়গায় ডিস্ট্রিবিউট করা হতো ও কোটি কোটি টাকার লটারি ছাপানো হতো তার বাড়ির ছাপাখানাতে। জাল লটারি চক্রের মূল হদিশ পেতে বহুদিন ধরে জাম্বনি থানার পুলিশ জাল পেতে রেখেছিল। শেষমেশ খোঁজ পাওয়া গেল এবং এর পিছনে আরো কে কে জড়িত রয়েছে তার তদন্ত শুরু করছে পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us