কারখানা তৈরির জন্য জায়গা মাপতে গিয়ে এলাকাবাসীর রোষের মুখে পড়লো ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর

এর আগেও তুমুল বিক্ষোভ হয় এলাকায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
n6757r

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দলবতিপুর এবং জ্যোতঅঙ্কুর এলাকায় মিমুলের ফ্যাক্টরি তৈরির জন্য ওই এলাকায় জায়গা চিহ্নিত করতে উপস্থিত হয়েছিলেন ডেবরা ভূমি দপ্তরের আধিকারিকরা। আর আধিকারিকরা ওই এলাকায় মাপজোকের কাজ শুরু করতেই জোতঅঙ্কুর এলাকার লোকজন এসে কাজে বাধা দেয়। তাদের দাবী আগে ওই এলাকায় থাকা সেচ দপ্তরের খাল সংস্কার করতে হবে, ঘুরপথে খাল নিয়ে যাওয়া যাবে না এবং অস্থায়ী শ্মশান তৈরি করতে হবে। তারপর তারা জায়গার মাপ বা ফ্যাক্টরি তৈরির কাজ করতে পারবে। 

এই নিয়ে এর আগেও তুমুল বিক্ষোভ হয় এলাকায়। যদিও কোনো এলাকাবাসী সংবাদ মাধ্যমে কিছু বলতে চাইছে না এই বিষয়ে। ডেবরা বিএলআরও রূপবিলাস মন্ডল জানান, “আমরা জায়গা মাপতে গিয়েছিলাম। কিন্তু দলবতিপুর এলাকার লোকের কিছু সমস্যা ছিল। তাই তারা আমাদের কাজে জোরপূর্বক বাধা দেয়। তাই আমাদের ফিরে আসতে হয়”। 

তাহলে কী ডেবরায় এত বড় প্রোজেক্ট যেখানে কর্মসংস্থান থেকে কয়েক হাজার গরু চাষীদের রুজি রোজগারের ভবিষ্যত তা কী নষ্ট হয়ে যাবে? সেই প্রশ্ন এবার উঠতে শুরু করেছে।