দার্জিলিংয়ে ভূমিধস, সরকার জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করুক- উঠল দাবি

কে তুললেন এই দাবি?

author-image
Anusmita Bhattacharya
New Update
1687564120_new-project-8

নিজস্ব সংবাদদাতা: বৃষ্টির পর দার্জিলিংয়ে ভূমিধসের ঘটনার বিষয়ে গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের কার্যনির্বাহী সদস্য অরুণ সিগচি দিলেন বার্তা। তিনি বলেন, "এটি প্রায় ২০০ মিমি ভারী বৃষ্টি ছিল...মিরিকে ১১ জন হতাহত হয়েছে...দার্জিলিংয়ে মোট ১৮ জন হতাহতের সরকারি রিপোর্ট পাওয়া গেছে...দুধিয়া সেতু সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে...অনেক ক্ষতি হয়েছে...রাঙ্গভ্যাং উপত্যকা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে...এই মুহূর্তে কোনো নিখোঁজের রিপোর্ট নেই...ত্রাণ শিবির চলছে...আমি অনুরোধ জানাই যে রাজ্য ও কেন্দ্র সরকার এটিকে একটি জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করুক। সরকার সকল ধরনের সহায়তা প্রদান করুক"।

Causes Of Landslide In Darjeeling at Nedra Harris blog